রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ৫ম বারের মতো গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
রামগতি স্টুডেন্ট কমিনিউটি ঢাকা (আরএসসিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেনীকক্ষে ৪ ক্যাটাগরিতে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যান্ত শিক্ষার্থীদের গণিত বিষয়ে পরিক্ষা ও মেধার মুল্যয়ন পরবর্তী পুরুষ্কারের আয়োজন করা হয়।পরিক্ষা শেষে বিদ্যালয় মিলনায়তনে আরএসসিডি আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। রামগতি স্টুডেন্ট কমিনিউটি ঢাকা আরএসসিডির সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পরিক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো. জাকির হোসেন, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বদরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুল ইসলাম বিএসসি, বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা জুবায়ের হোসেন তালুকদার প্রমুখ।