আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী বৃহস্পতিবার মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়া পাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বসিত সাড়ায় ওই এলাকা পরিণত হয় জনস্রোতে।
গণসংযোগকালে হোসেন আলীর সঙ্গে ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইয়াকুব নুর, মাওলানা নুরুদ্দিন জালালী, ইখতিয়ার উদ্দিন, আল আমিনসহ শাহ গজারিয়া এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। তারা প্রত্যেকে জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে পরিবর্তন ও ন্যায়ের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় হোসেন আলী বলেন, “আসন্ন নির্বাচনে আমি জনগণের দোয়া ও সমর্থন চাই। আপনারা যদি আল্লাহর আইনের পক্ষে রায় দেন, তবে এই দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে, সৎ ও আমানতদার নেতৃত্ব গড়ে উঠবে। আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণ দীর্ঘদিন ধরে সৎ নেতৃত্বের প্রত্যাশায় ছিল, আর সেই প্রত্যাশার প্রতিফলনই আজকের গণসংযোগে অভূতপূর্ব জনসমাগম। মানুষের ভালোবাসা ও আস্থা আমাকে অনুপ্রাণিত করেছে।
গণসংযোগ শেষে স্থানীয়রা জানান, হোসেন আলীর মতো সৎ, ধর্মপ্রাণ ও জনবান্ধব প্রার্থীই এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।