গাইবান্ধা সংবাদদাতা : অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে (৫৫) সোমবার রাতে গাইবান্ধা পৌর এলাকার খানকা শরীফের পশ্চিমে বালুরমাঠ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও খামার গোবিন্দপুর গ্রামের নয়া শেখের ছেলে।

জানা গেছে, লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম ব্যক্তিগত কাজে শহরে আসছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাইবান্ধা পৌর এলাকার খানকা শরীফের পশ্চিমে বালুরমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এব্যাপারে সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ইউপি সদস্য জাহিদুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।