মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : মুক্তাগাছা শহরের মনিরামবাড়ী বালিকা আলিম মাদরাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। সোমবার দুপুর ১টায় মাদরাসা ফটকের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের পাশে এ মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাহিমা খাতুন, সহকারী অধ্যাপক লতিফা চৌধুরী, নিলুফা ইয়াসমীন, প্রভাষক রুহুল আমীন, জয়নাল আবেদীন, মস্তোফা রায়হান, সহকারী শিক্ষক জাফরিন আক্তার, হারুন অর রশিদ, স্বপন সূত্রধর প্রমূখ। মানবন্ধনে বক্তারা নতুন বাংলাদেশে ব্যক্তিগত সম্পত্তির লোপাট ঠেকাতে গিয়ে শিক্ষক নুসরাতের উপর হামলা হয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। মানববন্ধনে প্রায় ৩ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহন করেন।