মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খ্যাতিমান পুলিশ কর্মকর্তা জালাল চৌধুরী মাছুম আর নেই। বুধবার ভোরে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহ রাজিউন)। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজনিন আক্তার ছাড়াও বড়ভাই বিশিষ্ট ব্যবসায়ী শামছুল আরেফিন চৌধুরী রুমান, দুই ছেলে ও মমতাময়ী মাকে রেখে যান। জালাল চৌধুরী মাছুম পুলিশের চাকরির পাশাপাশি সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে দেশেবিদেশে কুলাউড়ার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুসহ বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র পক্ষ থেকে মইনুর রহমান শুয়েব গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গ্রাম-গঞ্জ-শহর
কুলাউড়ার এডিআইজি জালাল চৌধুরী মাছুমের ইন্তিকাল
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খ্যাতিমান পুলিশ কর্মকর্তা জালাল চৌধুরী মাছুম আর নেই।