জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং সকল প্রার্থীদের প্রচার পরিচালনা থেকে শুরু করে সকল কাজে সমান সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। গতকাল বুধবার বরিশাল মহানগর জামায়াতের কার্যালয়ে বরিশাল বিভাগের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মাসিক অঞ্চল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট হেলাল আরো বলেন, নির্বাচনের পূর্বেই অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে হবে এবং সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের অগ্রসৈনিক শরিফ ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনা করা হয় অনুষ্ঠানে।

জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মতৎপরতা পর্যালোচনা, আগামী বছরের পরিকল্পনা গ্রহণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। সংগঠনের ভীতকে আরো মজবুত করে গণমানুষের দোরগোড়ায় দাওয়াত পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে জনসমর্থন আদায়ে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকের প্রতি আহবান জানান এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগর নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত বৈঠক সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন খান রাজি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল হাসানসহ নেতৃবৃন্দ।