পাটকেলঘাটা (সাতক্ষীরা) সংবাদদাতা : গতকাল শুক্রবার ভোর ৫টায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের মা জামায়াতে ইসলামীর প্রবীণ রোকন মো. আছিরউদ্দিন বিশ্বাসের স্ত্রী করিমননেছা (৬৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমার জানাজার নামাজ বিকেল সাড়ে ৫টায় নিজ বাসভবন তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলনদকাটী গ্রামে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযা উত্তর সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা শহর আমীর মাওলানা জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সহ সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, প্রভাষক রেজাউল করিম, মরহুমার সন্তান আবু সাঈদ বিশ্বাস, মাওলানা আহসান হাবীব প্রমুখ।
জেলা জামায়াতের শোক : দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাসের মা বাংলাদেশ জামায়াতে ইসলামি'র প্রবীন রোকন করিমননেছার (৬৫) মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। শুক্রবার সকালে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথ শোক বার্তা দিয়ে বিবৃতি প্রদান করেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান । যৌথ শোকবার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
তালা উপজেলা জামায়াতের শোক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখার আমীর মাওলানা মুফিদুল্লাহ ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী প্রবীণ রোকন মরহুমা করিমুননেছা (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।