রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে মুড়াপাড়া বাজারস্থ জামায়াতের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হুসাইন এর সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন, উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভূঁইয়া, উপজেলা উত্তর সেক্রেটারি খাইরুল ইসলামসহ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বে ছিলেন রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য নাজমুল হুদা, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক নূরে আলম, শফিকুল আলম মামুন সহ রূপগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন প্রবীন সাংবাদিকবৃন্দ।