লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গাজী গিয়াস উদ্দিন।
প্রেস ক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব অর্পণ করেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন প্রেস ক্লাব সদস্য কাজী মাকছুদুল হক, মো. কামাল উদ্দিন, সানা উল্লাহ সানু ও রেজাউল করিম পারভেজ।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বুধবার বিকালে প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা।
অবহিতকরণ সভা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোমস্তাপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর উপজেলা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত রবিউল আওয়াল, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা খাদ্য অফিসার জুনায়েদ করিম, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, প্রবাসী কল্যাণ ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অবহিতকরণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারী কিভাবে পোস্টাল ব্যালটর মাধ্যমে ভোট প্রদান করবে সে বিষয়গুলি তুলে ধরা হয়।
শীতবস্ত্র সংগ্রহ
আদমদীঘি (বগুড়া) : শীতার্ত গরীব ও দুঃস্থ মানুষদের মাঝে বিতরণের জন্য শিক্ষার্থীরা শীতবস্ত্র সংগ্রহ করছেন। আদমদীঘি ঈশ^র, পূর্ণ, জয়, পাইলট উচ্চ বিদ্যালয়ের রেডক্রিসেন্টের শিক্ষার্থীরা এই শীতবস্ত্র সংগ্রহ শুরু করছেন। গত ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় চত্বরে তারা এই শীতবস্ত্র সংগ্রহ অভিযান পরিচালনা করবেন।
মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নুর মোহাম্মাদ আবু তাহেরের পক্ষে হাফেজ আতোয়ার হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা তৌহিদুল ইসলাম (তুহিন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে মাওলানা তৌহিদুল ইসলাম (তুহিন) নিজেই আদমদীঘি সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নিকট থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কাউটস সংগঠন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। বুধবার (২৪ ডিসেম্বর) রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসিনা আকতার ছন্দা।
যুব সমাবেশ
নেত্রকোণা: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এ স্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারহানা পারভীন এর সভাপতিত্বে যুব সমাবেশে
প্রধান অতিথি হিসেবে ছিলেন, নেত্রকোনা জেলা অতিরিক্ত জেলাপ্রশাসক( সার্বিক) মো. রাকিবুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
নেত্রকোনা সদর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরজামান এর সঞ্চালনায় সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোডিনেটর মো. সালাউদ্দিন আহমেদ, বক্তব্য রাখেন যুব সংগঠক এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, নারী উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা, কম্পিউটার প্রশিক্ষণার্থী ইসমত জাহান নওরীন প্রমুখ।