পে অর্ডার জালিয়াতির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের দুই ছেলে, একজন সাবেক কর কমিশনার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
আসামীদের মধ্যে রয়েছেনÑসাইফুল আলমের ছেলে আসাদুল আলম মাহির ও আশরাফুল আলম, চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সাবেক উপ-কর কমিশনার আমিনুল ইসলাম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, মো. আমির হোসাইন, মো. আহসানুল হক, মো. রুহুল আমিন, শামীম আক্তার, মো. আনিস উদ্দিন ও গাজী মোহাম্মদ ইয়াকুব।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের আয়কর রিটার্নে আসাদুল আলম মাহির দেখান যে তিনি ২৯ জুন তারিখে একটি পে-অর্ডারের মাধ্যমে কর পরিশোধ করেছেন। একই সঙ্গে ওই দিন তার ব্যাংক হিসাবে ২৫ কোটি টাকা জমা ও উত্তোলনের তথ্য প্রদর্শন করা হয়।
তবে দুদকের তদন্তে জানা যায়, যেই হিসাবে ওই পে-অর্ডার ইস্যু ও লেনদেন দেখানো হয়েছে, সেটি খোলা হয় ওই ঘটনার প্রায় সাড়ে পাঁচ মাস পর, একই বছরের ১৯ ডিসেম্বর। সংশ্লিষ্ট টাকার জমার কোনো রশিদও পাওয়া যায়নি।
এছাড়া, ২০ ডিসেম্বর ব্যাংকে কোনো লেনদেন না থাকলেও ওই তারিখের একটি জমার রশিদ পাওয়া গেছে। একইভাবে, আশরাফুল আলমের হিসাবে ২০২১ সালের ২৯ জুন একটি পে-অর্ডারের এন্ট্রি দেখানো হলেও সেদিন হিসাবে কোনো অর্থ ছিল না এবং জমার রশিদও পাওয়া যায়নি।
অভিযোগে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় আসামীরা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ২০ ডিসেম্বরের লেনদেনকে ভুয়া তথ্য দিয়ে ২৯ জুন দেখিয়েছেন।