বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, মহান মুক্তিযুদ্ধে, ৯০ এর ছাত্র আন্দোলন, ২৪ এর জুলাই-আগস্টের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে জীবন দিয়েছে। এতো জীবন দেওয়ার পর এখনও অসংগতি নিয়ে আলোচনা হয়, এটা কেন হবে? গতকাল শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটুকু সুরক্ষা দেয়? শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য।
আক্ষেপ করে বিএনপির এই নেতা বলেন, আর কত জীবন দেবে এ দেশের মানুষ, আর কত লড়াই করবে। মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে মানুষ উন্নত হয়। আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আর আমরা বারবার যেন সাপ-লুডুর মত অনেকদূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি, এটা গ্রহণযোগ্য নয়। নজরুল ইসলাম খান বলেন, আমাদের দেশে শ্রম আইনে আছে, প্রত্যেক শ্রমিককে নিয়োগ পত্র দিতে হবে কিন্তু আমাদের দেশে যত শ্রমিক আছে তার ২০-২৫ শতাংশ শ্রমিককেও নিয়োগ পত্র পায় না। তাদের গ্রাচুইটি, সুবিধা তার কোনটাই দেওয়া হয় না, যা শ্রম আইনে লেখা আছে। যারা শ্রমিককে কম মজুরি দেয় তাদের বিরুদ্ধে শাস্তি বা অভিযোগ দেয়ার কোনও মেকানিজম নেই। আমাদের দেশের নারী, শিশু, যুবক, শ্রমিক সবার জন্য আইন আছে কিন্তু তারা কি আইনের বিষয়ে জানেন-বোঝেন এবং সুফল ভোগ করতে পারেন কিনা প্রশ্ন রেখে এই শ্রমিক নেতা বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচিত সবাইকে আইন বুঝিয়ে দেয়া, আইনের সুফল বোঝানো।