সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামসংলগ্ন একটি জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। সোমবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা পানির মধ্যে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, সকালে এলাকার একটি জলাশয়ে ভাসমান অবস্থায় মিলনের দেহ দেখতে পেয়ে তারা সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার ৯ নভেম্বর রাত ৭টার পর মিলন বাড়ি থেকে বের হয়। রাতভর বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে লাশ ভাসতে দেখার খবর পেয়ে পরিবার সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করে। পরিবার দাবি করছে—এটি স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যু রহস্যজনক।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—এটি কি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকা-? এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।