ভোলা সংবাদদাতা : ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তরুণ ও যুব সমাজই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব—তাদেরকে সম্পৃক্ত করেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল; ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল); ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা–গবেষণা সম্পাদক; আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক; এবং মেসবাহ কামাল, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল); রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য; ও আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য, এনসিপি।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী মো. মেহেদী হাসান শরীফ।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি আদর্শিক, জনমুখী ও গণমানুষের সংগঠন। দক্ষিণাঞ্চলের উন্নয়ন, যুব নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দলটি নিরলসভাবে কাজ করছে।

তারা বলেন, “সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে একতা, শৃঙ্খলা ও আদর্শচেতনা বজায় রেখে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি।”

সভায় ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে দলীয় শ্লোগানে মুখর পরিবেশে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার ঘটে।