স্টাফ রিপোর্টার, গাজীপুর: ঈদ বোনাসসহ ১৪ দফা দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকরা কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক ছেড়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে ইস্মোগ সোয়েটার লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ১২০০ জন কর্মরত থাকলেও তাদের নিয়মিত ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটি প্রদান করা হয় না। সবচেয়ে বড় অভিযোগ ছিল, তাদের ঈদ বোনাস ৫০ শতাংশের পরিবর্তে মাত্র ২৫ শতাংশ দেওয়া হয়েছে। এ কারণে তারা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলন শুরু হওয়ার পরপরই তারা কারখানার গেটে অবস্থান নেন। পরে তারা মহাসড়কে নেমে আসলে যান চলাচল ব্যাহত হয়। যাত্রীরা দুর্ভোগে পড়েন, কেউ কেউ হেঁটে কিংবা বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। মালিকপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “শ্রমিকদের দাবি-দাওয়া মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে, বাসন থানার ওসি কাউসার আহমেদ বলেন, “শ্রমিকদের বেতন ও সরকার নির্ধারিত বোনাস পরিশোধ করা হয়েছে। তবে তারা আরও বেশি বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
শ্রমিকরা জানিয়েছেন, মালিকপক্ষ তাদের দাবি পূরণ না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে যাবেন তারা।