গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর ২০২৫) গভীর রাতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ৮ নম্বর ব্লকের বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে সিলেটের জকিগঞ্জ থানার সুলতানপুর গ্রামের পংকি মিয়ার ছেলে তাজউদ্দিন ওরফে তাজুল (৫১) এবং সিলেট সদর (কোতয়ালী) থানার বুরহান উদ্দিন রোডের মৃত আব্দুল হকের ছেলে জবরুল হক (৩৮) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা, উদ্ধার করা হয়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে একই দিন টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক আসামিসহ মোট দুইজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।