আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকায় হাইমচর উপজেলা জামায়াতের ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আব্দুর রহিম পাটওয়ারী। জেলা উপদেষ্টা ওলামা বিভাগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া,
মুহাদ্দিস মোঃ আবু নসর আশ্রাফী, সভাপতি ওলামা বিভাগ চাঁদপুর জেলা।
এছাড়াও বক্তব্য রাখেন, মাওঃ মোঃ আবুল হোসাইন উপজেলা আমির হাইমচর, মোঃ জসিম উদ্দিন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা।
মাও মোঃ সাইফুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে ও পরিচালনায় ওলামা সম্মেলন সুন্দর ভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খতিব সাহেবগন হলেন জাতির রাহবার, আপনারা ঐক্যের ভিত্তিতে মানুষদেরকে আহ্বান করে আল্লাহর জমিনে আল্লার আইন বাস্তবায়নের জন্য অগ্রনি ভূমিকা রাখতে হবে।