জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো: তরিকুল আলম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে গতকাল মঙ্গলবার যোগদান করেছেন। গত ৭ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে বিএমডিএ-তে পদায়ন করা হয়।
বিএমডিএর সাবেক নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলামের কাছ থেকে সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক তরিকুল আলম দায়িত্ব বুঝে নেন। পরে বিএমডিএ’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) ড. এম আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা। সভায় বিএমডিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নয়া ইডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।