দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় স্থানীয় মানুষের কাছে সুপরিচিত অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপজেলার গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর রোডের আব্দুল্লাহর মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও মধ্যাহ্নভোজের মাধ্যমে এ কর্মসূচি সম্পন্ন হয়।সংগঠনের সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মনজারুল আলম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট কথাসাহিত্যিক ও কলামিস্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও আমেরিকা প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদ। মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল গাফফার।
গ্রাম-গঞ্জ-শহর
কম্বল বিতরণ
কুমিল্লার মেঘনা উপজেলায় স্থানীয় মানুষের কাছে সুপরিচিত অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী