বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন-বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এই প্রতিনিধি দলে বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংক খাতের প্রতিনিধিরাও রয়েছেন। এদের মধ্যে আছেন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি এনএ'র প্রতিনিধিরা।
যাত্রার শুরুতে আশিক চৌধুরী বলেন, 'আমাদের এই সফর ঘিরে চীনের বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে। আমরা তাদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে প্রস্তুত।'
প্রতিনিধি দলটি ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত চীনের সাংহাই ও গুয়াংজুতে একাধিক বৈঠকে অংশ নেবেন।
২১ জুলাই সাংহাইয়ে আয়োজিত একটি ব্যবসায়িক সেমিনার সফরের মূল আকর্ষণ। বিডা ও চীনে বাংলাদেশের দূতাবাস এটি যৌথভাবে আয়োজন করছে।