ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার ৫ আসামীকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে ।
সম্প্রতি সাভারের নবীনগর এলাকার ডি ও এইচ এস আবাসিক এলাকা থেকে ধামরাই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা মোয়াদ্দেস হোসেন (৫২) ধামরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মশি (৪০) ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫) কুশুরা নবযুগ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান (২৭) ও যুবলীগ নেতা আহাদ (৩০)-কে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানাগেছে আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামীরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিল।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র সাদ হত্যা মামলার ৫ আসিমীকে গ্রেফতার করি। সেই সাথে আসিমীদের আদালতে প্রেরণ করা হবে ।