নতুন সার নীতিমালা-২০২৫ বাস্তবায়নের প্রেক্ষিতে খুচরা সার-ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জৈন্তাপুর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় খুচরা সার-বিক্রেতারা।

রোববার ৩০ নভেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার খুচরা সার ডিলারসহ ব্যবসায়ী এতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালা অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে স্বল্প লাভে স্থানীয় কৃষকদের কাছে দ্রুত সার সরবরাহ করে আসছেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সময়মতো সার না পাওয়ার ঝুঁকিতে পড়বেন। এতে কৃষিজ উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও জানান, খুচরা ডিলাররা অনেক সময় কৃষকদের বাকিতে সার দেন, যার ফলে অতীতে কোনো সার সংকট দেখা দেয়নি। কিন্তু শুধুমাত্র বি.সি.আই.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ করা হলে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং ক্ষুদ্র কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হলে সার-বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপনে পড়তে পারে। এই পরিস্থিতিতে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান হয়েছে।