বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এমপিওভুক্ত সম্মানিত শিক্ষক সমাজের যৌক্তিক দাবির বিষয়ে অবশেষে সমঝোতা হওয়ায় সরকার ও শিক্ষক সমাজকে মুবারকবাদ জানিয়ে বলেন, বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকম-লীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। তবে, আরো আগে সিদ্ধান্ত নিতে পারলে ভাল হতো। বেটার লেট দেন নেভার। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকম-লী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে। এই বিবেচনাটি আগে করলে শিক্ষকম-লীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি-উভয়ই এড়ানো যেত।
বুধবার চট্টগ্রাম মহানগরীর দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। শিক্ষকদের জন্য শুভকামনা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতে কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুর আলম প্রমুখ।