নাটোরের পিছিয়ে পড়া উপজেলা বাগাতিপাড়ার ৯’শ ৮৭ জন প্রতিবন্ধী ও বিধবা নারীকে প্রশিক্ষণ দেয়ার পর জীবন মান উন্নয়নে এককালীন নগদ আর্থিক অনুদান দিয়েছে বেসরকারি এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

আজ দুপুরে নাটোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ও বেসরকারি এনজিও রিক এর অবহিতকরণ সভা ও কর্মশালা আয়োজন করে। সভা শেষে পিইআই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, রিক এর টিম লিডার এম এ রব পাটোয়ারীসহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তারা।

এছাড়া ভার্টুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগিয় সমাজ সেবা কার্যালয়ের পলিচালক সৈয়দ মোস্তাক হাসান।

সভা শেষে উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ৩’শ ৯৭ জন প্রতিবন্ধী ও ৫’শ ৯০ বিধবা নারীসহ মোট ৯’শ ৮৭ জনকে আর্থিক অনুদানের চেক দেয়া হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় তাদেরকে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকা দেয়া হয়। এর আগে বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব মানুষদের নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে একটি গ্রুপে ৩০জন করে পাঁচদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।