টাঙ্গাইল সংবাদদাতা : সখিপুরে অটোরিক্সা চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আব্দুর রশিদ মিয়ার ছেলে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোরিক্সা চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়ার চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ওই দিন সকালে শাকিল (২৪) নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটসাইকেল চুরি করে পালানোর সময় কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় জনতার হাতে ধরা পড়লে গনপিটুনি দিয়ে তাকে পুলিশে দেয়। এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সখিপুরে অটোরিকশা চোর গণপিটুনিতে নিহত
সখিপুরে অটোরিক্সা চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে