গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি বিশাল ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই গোটা গুদামকে গ্রাস করে ফেলে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টার পর রাত প্রায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রাথমিকভাবে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও সারাবো ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিট যুক্ত হয়ে মোট সাতটি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, মোঃ মামুন বলেন, আশপাশে পানির পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে। তবুও টানা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এছাড়া গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, মোঃ নুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে অন্তত আট থেকে দশটি গোডাউনে রাখা বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা না গেলেও তা কয়েক কোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।