নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের ভুলুয়াপাড়া ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে ভুলুয়াপাড়া গাউছিয়া নূরানী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভুলুয়াপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি সাবেক মেম্বার মোজাম্মেল হক মজুমদার।