গাজীপুর মহানগরের আক্কাস মার্কেট হায়দ্রাবাদ এলাকায় শনিবার গভীর রাতে একটি বিশাল জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতভর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তৎপর প্রচেষ্টার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোররাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, শনিবার(১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আক্কাস মার্কেট এলাকায় জুটের গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো গোডাউনটি ছাইস্তূপে পরিণত হয়।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডে কোটি টাকারও বেশি মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যায় এবং গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।