সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে গণসংযোগ চালিয়েছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।

বুধবার(২৬ নভেম্বর) দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় লেবু মাওলানা বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশের ব্যবসায়ীরা কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হয়রানির শিকার হবেন না। আমরা নিরাপদ ও স্থিতিশীল ব্যবসা-বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে ক্ষুদ্র-বড় সব ব্যবসায়ীর আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। জনগণের সমর্থন পেলে তিনি এলাকার অবকাঠামো ও বাজার সুবিধা উন্নয়নে কাজ করার ঘোষণা দেন।

গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। স্থানীয়রা প্রার্থীকে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রউফ সরকার, ইউনিয়ন সভাপতি সৈয়দ মেজবাহুল রাশেদসহ ইউনিয়ন টিম সদস্য ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।