চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের বড় সম্পদ আম শিল্পকে সারা বিশে^ ব্র্যান্ডিং করতে হবে। কৃষিভিত্তিক রপ্তানী সেন্টার গড়ে তুলতে হবে। ৫৪ বছরে এ জেলার আমকে বিশে^ পরিচিত করার কেউ ব্যবস্থা নেয়নি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা আয়োজিত কৃষিজীবি শ্রমিকদের নিয়ে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে এবং মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের খাদ্য জোগান দেন কৃষকরা। কৃষকদের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ রোদ-তাপের মধ্যেও ফসল ফলাতে দিন-রাত পরিশ্রম করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। মানবজাতির আদিম পেশা হচ্ছে কৃষি। কৃষক সমাজ মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে দেশের খাদ্য জোগান দেন কৃষকরা। বাংলার কৃষক হচ্ছে বাংলার কৃষির প্রাণকেন্দ্র। তাই আমরা বলি কৃষকই জাতির মেরুদন্ড। এ দেশের ১৮ কোটি মানুষের অন্ন জোগান দেন কৃষক। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ঘোরে আমাদের অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির চাকা। মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, আমারা ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষকবান্ধব ব্যবস্থা গ্রহণ করতে চাই। ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় গেলে আবারো ফ্যসিবাদেও সৃষ্টি হবে। নতুন বাংলাদেশকে কোন ফ্যাসিবাদের হাতে তুলে দিতে পারি না। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নতুন বাংলাদেশ তৈরী হয়েছে। তাই দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ এনায়েতুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ র্কষিজীবি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল মান্নান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী বিভাগীয় প্রধান মাওলানা আব্দুস সবুর, সংগঠনটির জেলা সম্পাদক মোজাম্মেল হকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।