বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে “ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন” এর মাধ্যমে ২০০ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২নং ওয়ার্ড সভাপতি নূরুজ্জামান রাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, রশিদাবাদ ইউনিয়নের সহকারী সেক্রেটারি সোহেল আহমেদ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ মাসুদ মিয়া, পেশাজীবী ফোরামের সভাপতি রবিউল ইসলাম, যুব বিভাগের সভাপতি সোহেল মোড়ল, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ফারুক মিয়া এবং ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রাম-গঞ্জ-শহর
কিশোরগঞ্জে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে “ভাটগাঁও সমাজকল্যাণ যুব সংগঠন” এর মাধ্যমে ২০০ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।