বান্দরবানের রুমা উপজেলার বগালেক পাড়া এলাকায় বসবাস করা প্রায় সব মানুষ-ই হাতে কাপড় বুননের সাথে জড়িত। হাতে বুননের কারণে প্রতিটি কাপড় হয় ভিন্ন ভিন্ন বৈচিত্র্যের। সময় পেলেই তারা বসে যান আপন কাজে। ১৪ জানুয়ারি বগালেকপাড়া এলাকায় এক তরুণীকে মাফলার বুনতে দেখা যায়। (ছবি ক্রেডিট- ইবরাহীম খলিল )
গ্রাম-গঞ্জ-শহর
যাপিত জীবন-
বান্দরবানের রুমা উপজেলার বগালেক পাড়া এলাকায় বসবাস করা প্রায় সব মানুষ-ই হাতে কাপড় বুননের সাথে জড়িত।
Printed Edition