বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বাগেরহাটের শরণখোলায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন উপ-আঞ্চলিক কেন্দ্র (এসআরসি) উদ্বোধন করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) অনাড়ম্বর কিন্তু আনন্দঘন পরিবেশে এ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, “প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে বাউবি নিরলসভাবে কাজ করছে। আধুনিক, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে এ কেন্দ্র যুগান্তকারী ভূমিকা রাখবে।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পুলিশ) শেখ জয়নুদ্দিন পিপিএম, যিনি এ উদ্যোগকে শিক্ষার বিস্তারে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জিয়াউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বিশ্ববিদ্যালয়ের দ্রুত সাফল্যের কথা উল্লেখ করে বলেন, “মাত্র এক বছরের মধ্যেই বাউবি যে অগ্রগতি অর্জন করেছে, তা অভূতপূর্ব।”

অনুষ্ঠানে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, পরিচালক, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা নতুন কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।