চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ির চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জানা গেছে, সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতি করে। আনুমানিক ৭-৮ জন ডাকাতদলের সদস্যরা সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ি গতিরোধ করে। পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্র্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে ডাকাত দলের সদস্যরা পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাঙচুর করে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছায়।