সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝামাঝি পাড়ায় এক ব্যক্তিকে অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী হাতেনাতে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এক মসজিদের ইমাম ও এক বেসরকারী স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই ঘটনাকে একটি চক্র উক্ত ব্যক্তিটিকে জামায়াতের নেতা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিরা ইউনিয়নের আমীর হাফেজ ইদ্রিচ হাক্কানী ও সেক্রেটারি মোঃ ইলিয়াছ উক্ত ঘটনার নিন্দা জানিয়ে বলেন- কুমিরা মাঝামাঝি পাড়ার ঘটনার সাথে জড়িত ব্যক্তি জামায়াতের কোন দায়িত্বশীল বা কর্মী নই। একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধী ব্যক্তিকে জামায়াতে নেতা বলে অপপ্রচারে লিপ্ত। আমারা ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। তারা আরও বলেন অভিযুক্ত ব্যক্তি জামায়াতের কর্মী বা কোন স্তরের দায়িত্বশীল না। এমনকি অভিযুক্ত ব্যক্তি স্থানীয় লোকও না। অভিযুক্ত ব্যক্তি জামায়াতের সক্রিয় রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল পদেও যুক্ত রয়েছেন বলে দাবি করেছেন বিয়ষটি অসত্য, মিথ্যা ও রাজনৈতিক প্রতিংসামূলক অপবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠন হওয়ায় বহু সাধারণ লোক, কৃষক, ড্রাইভার, মেহনতি মানুষ, অন্য ধর্মের লোক, ছাত্র-শিক্ষক, দিনমজুর, আলেম, খতিব সহ বিভিন্ন স্তরের মানুষ জামায়াতকে ভালবাসে।