আজ কুমিল্লা ঈদগাহ ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে মূল আকর্ষণ বিশ্বের পাঁচটি দেশের বিখ্যাত কারীরা। এই নিয়ে কুমিল্লার ঈদগাহ মাঠসহ আশপাশের এলাকা নতুন সাজে সেজেছে। পুরো ঈদগাহজুরে টানানো হয়েছে সামিয়ানা। মাঠে বিছিয়ে দেয়া হয়েছে কারপিট।
‘কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই কিরাত সম্মেলন–২০২৫। আল-কুরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
জানা গেছে, বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা কারিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে থাকছেন, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিসরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারী মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আবদুর রাজ্জাক, আর নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা ও অন্যান্য শিল্পী। সম্মেলনের আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকবে হিফজুল কুরআন প্রতিযোগিতা। বাছাইকৃত প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সকাল থেকে। বাদ আসর ও মাগরিবের পর কুরআন তিলাওয়াত, আলোচনা, নাশিদ পরিবেশনা ও দোয়াÑমোনাজাত অনুষ্ঠিত হবে।