মাগুরায় সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত ¯’ায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় শহরের ভায়না মোড় এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি হয়। স্থানীয় প্রেসক্লাবের আহ্বানে ২৩ টি ব্যানারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়ক অবরোধ করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা।

মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে যায়। ফলে ঢাকা, ফরিদপুর, নড়াইল, যশোর এবং ঝিনাইদহ মহাসড়কের যাত্রীদের চরম দুর্ভাগে হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত মাগুরা মেডিকেলের ¯’ায়ী ক্যাম্পাসের দাবি জানান। অন্যথায় হরতাল,অবরোধের মত কর্মসূূচির হুশিয়ারি দেন বক্তারা। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন, বিএমএ’র মাগুরা জেলা শাখার শাখার দপ্তর সম্পাদক ডাক্তার মাসুদুর রহমান, গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, ইসলামী আন্দোলন মাগুরা জেলার নেতা মো: মশিউর রহমান প্রমূখ। বক্তারা বিলম্বে মাগুরা মেডিকেল বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি করেন। অন্যথায় এক দফার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এ বিক্ষোভ ও মানববন্ধনে মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।