রংপুর অফিস : রংপুরের গংগাচড়া উপজেলায় এক বৃদ্ধকে হত্যার পর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে রাখার অভিযোগে র‌্যাব-১৩ এর অভিযানে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান গত ১৮ই মে রাত ৩ দিকে বাদী থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন যে, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় ভিকটিম সাজু মিয়ার লাশ পাওয়া গেছে। ভিকটিমের আত্মীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে গংগাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

গাইবান্ধা : সুন্দরগনজ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. মনজু মিয়াকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের লালচামার গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রামের মিরসরাইয়ে সংরক্ষিত পাহাড়ি বনাঞ্চলের গাছ চুরি ও উপকার ভোগিদের ভুমি দখলের অভিযোগ উঠেছে মোহাম্মদ নুরুল মোস্তফা নামে একজনের বিরুদ্ধে। সন্ত্রাসী দিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরির অভিযোগে নুরুল মোস্তফা কে আসামী করে বনআইনে মামলা করেন মিরসরাইয়ের বড় তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন। ওই মামলায় হাজিরা দিচ্ছেন তিনি।

শিক্ষক নুরুল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ ২০১৪/১৫ অর্থ বছরে সরকারি সৃজিত বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে উপকারভোগীদের ভূমিতে লেবু বাগান করেন। যার ৫০ জন উপকারভোগী ক্ষতিগ্রস্ত হয়েছে লাভবান হয়েছেন অনৈতিক ভাবে তিনি একাই।

এছাড়া ২০২২ সালের ১৭ নভেম্বর শিক্ষক নুরুল মোস্তফার নেতৃত্বে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নেয়ার বনবিভাগের লোকজন তাদের ধাওয়া করে। বনবিভাগের দাওয়া খেয়ে মোস্তফা ও তার লোকজন ২৩ টি বিভিন্ন প্রজাতির গাছ ও গাছ কাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। ওই ঘটনায় তৎকালীন বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন বাদি হয়ে মোস্তফার নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে একটি পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তির পৈতৃক জমি দখলে রাখার অভিযোগ উঠেছে। জমি ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ সামছুল হক মন্ডল রবিবার সকালে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে সামছুল হক মন্ডল দাবি করেন, ভাংনাহাটি এলাকার নিউ হোপ ফিড মিলস তাঁর মোট ১৯.৮৩ শতাংশ পৈতৃক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। আরএস রেকর্ড অনুযায়ী জমিটির সঠিক মালিক তিনি হলেও প্রতিষ্ঠানটি প্রভাব খাটিয়ে জমির চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে রাখছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, স্থানীয়ভাবে বহুবার সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি আইনি সহায়তার জন্য আদালতের শরণাপন্ন হন এবং দ্রুত তাঁর বৈধ জমি ফেরত পাওয়ার দাবি জানান।

বাঁশখালী চট্টগ্রাম : কালীপুরে নিজ বসতঘরের আঙ্গিনার মাটির গর্ত থেকে আশরাফ মিয়া প্রঃ ফকির (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহতের স্ত্রী ও পুত্রসহ দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। নিহত আশরাফ মিয়া প্রঃ ফকির (৬৫) উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব টেমাপাড়া এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে। রবিবার (২৩ নভেম্বর) সকালে সাড়ে ৯ টার দিকে নিহতের নিজবাড়ীর উঠানের দক্ষিণ পাশে আনারস বাগানে মাটির গর্তে পুঁতে রাখা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়,পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ২৩ মাইল জোড়া পুকুর পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলাম সরদারের বাড়ি থেকে তালা ভেঙ্গে নগত ১লক্ষ ২০ হাজার টাকা ,স্বর্নালংকার কম্বল শাড়ী কাপড় সহ প্রায় ৩ লক্ষা লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিযে গেছে।

বড়ির মালিক জানায় ১৯ নভেম্বর দুপুর ১২ টার দিকে গৃহকর্তারা ঘওে তালা লাগিয়ে বাড়ি থেকে অনতি দূরে সিদ্বধান শুকাতে যায়। বেলা ২টার দিকে এসে দেখেন ঘরের তালা ভেঙ্গে উল্লেখিত মালা মাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সূত্র জানায়।

মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে ৬শ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চানগাও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, চানগাও শাহপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) এবং কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে। এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রবিবার রবিউল মাদকের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে।

মীরসরাই : চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যাপক হারে চুরি ছিনতাই ডাকাতি ও চাদাবাজি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন জামায়াত মনোনীত প্রার্থী ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় তিনি বলেন এসব চুরি ছিনতাই ডাকাতি চাদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সম্প্রতি মীরসরাই থানা অফিসার ইনচার্জ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, পুুলিশ অনেক কাজ করছে এটি সত্য। তবে যে পরিমাণ চুরি-ডাকাতি হচ্ছে তা বন্ধ করতে হবে। প্রশাসন আন্তরিক হলে এবং তাদের যে টিম রয়েছে তারা সম্মলিত ভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলে অপরাধীরা থাকবেনা। পুলিশের কোন প্রকার সহয়োগীতা প্রয়োজন হলে পুলশেকে সহযোগীতা করার আশ্বাস প্রধান করেন তিনি।এসময় তিনি চুরি ডাকাতির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহব্বান জানান।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এসময় জানান, ৫ আগষ্ট পরবর্তী সারাদেশের ন্যায় মিরসরাইতেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফাদার) আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত গ্রাম পুলিশদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় এই আহ্বান জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুনায়েত চৌধুরী।সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ জুনায়েত চৌধুরী গ্রাম পুলিশদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।