সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো কাঁধ-কলারবোন-পাঁজরের পুনর্গঠন অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬৫ বছর বয়সী মোঃ আব্দুর রশীদ এখন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশীদ গাড়ি থেকে ড্রেনে পড়ে মারাত্মকভাবে আহত হন। এতে তার পাখনা (শোল্ডার), কলারবোন এবং ডান পাশের কয়েকটি পাজরের হাড় ভেঙে যায়। হাত নাড়াতে পারতেন না, এমনকি হাঁটাচলা করাও ছিল অসম্ভব। ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৪ অক্টোবর তার অপারেশন সম্পন্ন হয়।
অপারেশনটি পরিচালনা করেন অর্থপেডিক্স সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। তার সার্জারি টিমে ছিলেন সিনিয়র কনসালটেন্ট খায়রুল আনাম, জুনিয়র কনসালটেন্ট রাজিব মাহমুদ ও ডাঃ কামাল হোসেন।
রোগী মোঃ আব্দুর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় ড্রেনে পড়ে আমি বেহুশ হয়ে যাই। দূরে নিলে অনেক টাকা লাগতো, তাই সদর হাসপাতালে ভর্তি হই। অপারেশনের পরে পুরোপুরি সুস্থ হয়েছি। আমার ডান পাশের হাড় এলোমেলো হয়ে গিয়েছিল, এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অর্থপেডিক্স সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ দেলোয়ার হোসেন বলেন, রোগীর ডান পাশের কলারবোন, পাখনা এবং কয়েকটি পাজরের হাড় ভেঙে যায়। ঢাকায় গেলে এই অপারেশনের খরচ ১ লক্ষ টাকার মতো হতো। আর্থিক সমস্যার কারণে তিনি যেতে পারেননি। তাই আমরা প্রথমবারের মতো এই অপারেশন করে সফল হয়েছি। রোগী এখন একদম ভালো আছেন।
একই চিকিৎসক সিরাজগঞ্জে প্রথমবার মেরুদ-ের পিএলআইডি অপারেশন করেও সফলতা পেয়েছেন। এর আগে ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সিরাজগঞ্জে প্রথমবারের মতো পিএলআইডি (মেরুদ-ের জটিল অপারেশন) সফলভাবে সম্পন্ন করেন।