টঙ্গীর গাসিকের নবনির্মিত আধুনিক ক্রীড়াঙ্গনে একদিকে যখন প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উত্তেজনাপূর্ণ ফাইনালে ক্রীড়ার উৎসবে মাতোয়ারা গাজীপুর, ঠিক তখনই নগর উন্নয়ন, ফ্লাইওভার ও বর্জ্য ব্যবস্থাপনায় নতুন গতি আনার দৃঢ় বার্তা দিলেন স্থানীয় সরকার বিভাগের শীর্ষ কর্তৃপক্ষ। খেলাধুলা ও উন্নয়নের এই যুগপৎ দৃশ্যপট গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও ইতিবাচক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয়কে আরও দৃশ্যমান করেছে।
টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনালে কোনাবাড়ী অঞ্চল-৭ কে ২-০ গোলে পরাজিত করে বাসন অঞ্চল-৬ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল সোমবার টঙ্গীর মেঘনার মাঠ হিমারদীঘি এলাকায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের করতালি, উল্লাস ও আবেগে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ক্রীড়া উৎসবের আবহ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এবং জেলা প্রশাসক মোঃ আলম হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুন উর রশিদ, সুদীপ বসাক, হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিসিল, ফিরোজ আল মামুন, মাহমুদা আক্তার, জান্নাতুল নাঈম, রুবাইয়া ইয়াসমিন, জহিরুল ইসলাম, মাহমুদা শাহরিন মাধবী, নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলসহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
এর আগে একই দিনে গাজীপুর সিটি কর্পোরেশন পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী নগর উন্নয়নে গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, গাজীপুরকে একটি পরিকল্পিত, যানজটমুক্ত ও আধুনিক শহরে রূপান্তরের পথে সিটি কর্পোরেশনের উদ্যোগগুলো সময়োপযোগী ও বাস্তবভিত্তিক। খাল পুনঃখনন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও সড়ক অবকাঠামো উন্নয়ন ইতোমধ্যে নগরবাসীর জীবনমানে ইতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও জানান, খালের সৌন্দর্য ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে গার্ড ওয়াল নির্মাণ, সুয়ারেজ ও বিশুদ্ধ পানির লাইন স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার আর্থিক বরাদ্দ দেবে। গাজীপুরের মানুষ যেন স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গাজীপুরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা রেলক্রসিংকেন্দ্রিক যানজট নিরসনে জাইকার সহায়তায় ফ্লাইওভার নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়তে মহানগরের প্রতিটি ওয়ার্ডে এসটিএস স্থাপনে ডিপিপি প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে।