চট্টগ্রাম ব্যুরো: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারৈয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম খোকনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রেজাউল করিম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১১ লাখ ৪৪ হাজার ৪১০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি বৈধ আয়ের উৎসের বাইরে ১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৬৭৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।