DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

তুরাগ নদীতে ব্রিজের দাবিতে মিছিল

গাজীপুরের টঙ্গী বাজারের ব্যবসায়ীরা তুরাগ নদীর ওপর স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Printed Edition
Bridge

গাজীপুরের টঙ্গী বাজারের ব্যবসায়ীরা তুরাগ নদীর ওপর স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধনে শত শত ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা জানান, পূর্বে ব্যবহৃত দুটি কংক্রিটের ব্রিজ ভেঙে ফেলার পর অস্থায়ীভাবে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছিল, যা এখন সম্পূর্ণ অকেজো। ফলে উত্তরা, আব্দুল্লাহপুর, উত্তরখান ও দক্ষিণখানের সঙ্গে টঙ্গী বাজারের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে।

বাজারের ব্যবসায়ীরা বলেন, “বিআরটি প্রকল্পের জন্য আগের ব্রিজ ভেঙে দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী বিকল্প গড়ে তোলা হয়নি। এতে ক্রেতা সংকট দেখা দিয়েছে, আর মালামাল পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দ্রুত একটি নতুন ব্রিজ চাই।

এদিকে, মহাসড়ক অবরোধের কারণে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর পৌনে ১২টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘টঙ্গী বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে মানববন্ধন করেছেন। এতে কিছু সময় যান চলাচলে সমস্যা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’