জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গাজীপুরে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি রুজু করা হয়। এতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান আসামি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, "নিহতের সহযোদ্ধা আবু সাইদ রাজু থানায় লিখিত অভিযোগ জমা দিলে, সেটি আমলে নিয়ে মামলাটি রেকর্ড করা হয়। যেহেতু ঘটনাটি ঘটেছে এবং লিখিত অভিযোগ পেয়েছি, তাই নিয়মমাফিক মামলা গ্রহণ করা হয়েছে।"

মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আবু সাইদ রাজু কালিয়াকৈরের হরিণহাটি এলাকার বাসিন্দা ও নিহত ইলিম হোসেনের সহযোদ্ধা। নিহত ইলিম হোসেন (৪৩) রাখালিয়াচালা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে আনসার ভিডিপি একাডেমির সামনে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তবে নিহতের স্ত্রী সোনিয়া জানান, তারা কেউ মামলা করেননি এবং বিষয়টি সম্পর্কে অবগতও নন। তিনি বলেন, “গতকাল সকালে থানা থেকে পুলিশ আমাদের বাড়িতে এসেছিল। তখন আমরা পরিষ্কার জানিয়ে দিই, আমরা কোনো মামলা করবো না। কে বা কারা মামলা করেছে, সেটিও আমরা জানি না।”

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা শুরু হয়েছে। মামলার সময় ও বাদী নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, নিহতের পরিবার যেখানে মামলা করতে অস্বীকৃতি জানায়, সেখানে সহযোদ্ধার দায়ের করা মামলাটি কতটা স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ তা নিয়ে।