মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এমইউজে খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে এ দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
এমইউজে খুলনার বিদায়ী সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন। দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
এদিকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। সোমবার যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নতুন এই কমিটি পেশাদার সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত জ্ঞানোন্নয়ন ও সার্বিক কল্যাণে নিরলস ভাবে কাজ করবেন এই প্রত্যাশা করি। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন ও জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ’ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান এবং সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি মাওলানা শেখ মো. ইউনুস। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, বাংলাদেশ ইসলামীর ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান। নেতৃবৃন্দ বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন।