শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সলঙ্গায় কোরআন তেলোয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা সিরাত ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে মাও: আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়। দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো: হেদায়েতুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক, সলঙ্গা শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল ইসলাম, বিশিষ্ট, জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সহকারি অধ্যাপক বেলাল হোসেন, মাও: আব্দুল গফুর, এস.এম ফারুক হায়দার, শাহ আলমসহ বিভিন্ন হাফিজিয়া ও কওমী মাদ্রাসার মুহতামিমগণ। সলঙ্গা থানার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে মাহে রমযানকে স্বাগত জানিয়ে সলঙ্গা বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।