হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী এনায়েতপুর বায়তুশ শরফ আদর্শ আলিম মাদরাসায় পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা বলেছেন, “মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাসে একজন নবীপ্রেমিক মুমিনকে জীবনের সর্বক্ষেত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত বাস্তবায়নের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।”
বক্তারা আরও বলেন, রাসূলের সীরাতকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে তাঁর অনুসারী হওয়া সম্ভব। যারা নবী করিম (সা.)-কে একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে পারবেন, তাদের জীবনই হবে সফল ও কল্যাণময়।
গত বৃহস্পতিবার মাদরাসার এডহক কমিটির সভাপতি ও হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ সিরাজ উদ্দিন ইমামী।
বিশেষ আলোচক ছিলেন বায়তুশ শরফ আদর্শ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, সহ-অধ্যক্ষ মাওলানা এরশাদুল আলম, সিনিয়র শিক্ষক মাওলানা ফজলুল হক, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী ও মাওলানা আবদুল মালেক সাহেদী।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মাসুদুল আলম ও আবুল বাশার বিএসসি’র তত্ত্বাবধানে এবং আবদুল সবুর তালুকদারের সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের সদস্য মো. বদিউল আলম, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. ওমর ফারুক চৌধুরী, সিডিএ কর্মকর্তা মো. সেলিম উদ্দিনসহ আরও অনেকে।