রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে ”কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ১৬ জুন সোমবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। এ সময় ভিসি বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় অ্যাডভান্সড রিসার্চের বড় ভূমিকা রয়েছে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের উপর অ্যাডভান্সড রিসার্চ করতে পারলে বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কর্মশালায় সম্মানিত অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম এনামুল্লাহ। তিনি বলেন, মেডিকেল ও বিজ্ঞানের অন্যান্য শাখায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে উচ্চ ধারণ ক্ষমতার কম্পিউটার কম থাকায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে গবেষণা অনেকটাই চ্যালেঞ্জ বটে। তবে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনের সদিচ্ছা থাকলে অ্যাডভান্স রিসার্চে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রকিবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ডক্টর মোহম্মদ আব্দুল লতিফ। প্রশিক্ষণ কর্মশালায় রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।