পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ঈদোত্তর মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে পুলিশ সুপারের উদ্যোগে ও প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সেক্রেটারি তানভীর আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ নির্মূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করে থাকবে। পহেলা বৈশাখ বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমরা কোন প্রকার হামলার আশঙ্কা করছি না। তিনি বলেন, এ ধরনের চিন্তা কেউ করে থাকলে তাদেরকে একবিন্দু ছাড় দেয়া হবে না। এই ধরনের চিন্তা করলে তারা আগেভাগেই চলে যাও। তুমি সাবধান করে বলেন, আমরা প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রেসক্লাবের জন্য উপহার স্বরূ পগ্লাস সেটের প্যাকেট সভাপতির হাতে তুলে দেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।