রুপগঞ্জ ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা : বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনের বিরাব খালপাড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ রূপগঞ্জ থানা, কাঞ্চন পৌর বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুম আব্দুল মতিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করেন। পরে মতিন চৌধুরীর জীবনী নিয়ে আলোচনাসভা শেষে উনার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মতিন চৌধূরী ছিলেন রূপগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা ওআধুনিক রূপগঞ্জের স্বপ্ন দ্রষ্টা। তিনি শুধু রূপগঞ্জের নয় সারাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি বেচে থাকলে দেশে আরো উন্নতি হতো। রূপগঞ্জবাসী আজীবন উনাকে স্মরন রাখবেন।

উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরীর ২০১২ সালে ৪ আগষ্ট রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু বরণ করেন।

তিনি নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি সরকারের স্বরাষ্ট্র ও বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।