বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সহ-সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে এ চেম্বারের সভাপতির দায়িত্বও পালন করছেন।
বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার জানান, গত ২ জুলাই বুধবার অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সমর্থনে খলিলুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়।
এর আগে বিকডার দীর্ঘদিনের সভাপতি ও কিউএনএস কনটেইনার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান শারীরিক অসুস্থতার কারণে গত ১৫ জুন পদত্যাগ করেন। তিনি বিকডার জন্মলগ্ন থেকে টানা ১৫ বছরেরও বেশি সময় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সংগঠনটির পূর্ববর্তী রূপ, প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো-ওনার্স অ্যাসোসিয়েশন (পিকডা)-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।