নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী আন্দোলনে সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদেও জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে আইভীকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে। একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও শ্যোন এরেস্ট দেখায় পুলিশ। শুনানী শেষে আদালত সজল হত্যা মামলায় ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ও জামিনের আবেদন নামঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় এজাহারে আইভীর নাম আছে। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। কারণ আইভী মেয়র থাকাবস্থায় তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আসে তখন আইভী ও সন্ত্রাসের গডফাদার শামীম ওসমান মিলে বৈষম্যবিরোধী আন্দোলন ধমনে পুলিশকে কঠোর নির্দেশ দেয়ার দাবী করে।

আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, এই দু'টি মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোন উল্লেখ নেই। এ মামলা ২টিতে আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা নেই। একটি মামলায় রিমান্ড না মঞ্জুর ও জামিন আবেদন এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি হত্যা মামলা।